Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চট্টগ্রাম মেট্রো. (উত্তর) কার্যালয়ের অভিযানে ১৯৬০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বিস্তারিত
০৪/১১/২০২৩ তারিখ ১,৯৬০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ০২ জন, মামলা দায়ের:

     মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব ব্রজলাল চাকমা এবং উপপরিদর্শক জনাব মো:  জাহিদুল ইসলাম এর নেতৃত্বে দুটি টিম দুপুর প্রায় ১২:৪৫ ঘটিকায় চট্টগ্রাম শহরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় মারসা বাসে কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারকালে আসামী সৈয়দ আলম (৫৫) ও মোঃ মিরাজ হাওলাদার (৩০) কে ১,৯৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আসামী- (০১) সৈয়দ আলম (৫৫)(গ্রেফতার), পিতা: মৃত কবির আহমেদ, মাতা: বিলকিস, স্ত্রী:  হাসিনা বেগম, সাং: আলী আকবর পাড়া, ওয়ার্ড নং-০১, হ্নীলা ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলা: কক্সবাজার।

আসামী- (০২) মো: মিরাজ হাওলাদার (৩০), পিতাঃ আব্দুল কাদের, মাতা: জুলেখা বেগম, স্ত্রীঃ কারিমা আক্তার, সাংঃ সোনাপুর (মঈনুদ্দিন চৌকিদার এর বাড়ি), ওয়ার্ড নং-০৭, সোনাপুর ইউনিয়ন পরিষদ, থানাঃ তজুমুদ্দিন, জেলাঃ ভোলা। বর্তমান ঠিকানাঃ মধ্যম পারুয়া (কাশেম মেম্বারের বাড়ির পার্শ্বে), পারুয়া ইউনিয়ন পরিষদ, পো: হাজানীর হাট, থানাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/11/2023
আর্কাইভ তারিখ
04/11/2034