০৬/০৩/২০২৫ তারিখ সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রো বায়েজিদ বোস্তামি থানাধীন অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার বিলাতী মদ সহ গ্রেফতার ০১, পলাতক ০২:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব লোকাশীষ চাকমা এর নেতৃত্বে একটি টিম সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন বালুচড়া আনোয়ারুল আজিম রোডের মইনুদ্দীন সাহেবের কলোনীর দক্ষিণ পাশ এলাকায় অভিযানে ০১ জনকে গ্রেফতার ও ০১ জন পলাতক সহ ০১টি মামলা গভীর রাতে দয়ের করা হয়।
উদ্ধারকৃত আলামত: ০১) গাঁজা ২৫ কেজি
০২) ফেন্সিডিল ১৯ বোতল
০৩) Magic Moments Grine Vodka ০৮ বোতল
০৪) Royal Green Deluxe Bleended Whisky (হুইস্কি) ১৪ বোতল
০৫) Signature Premier Graind Whisky (হুইস্কি) ০৩ বোতল
০৬) Bro Code Bianco ওয়াইন (বিলাতি মদ) ৯০ বোতল
আসামী- (০১) মো: রমজান প্রকাশ রিপন (২৭)(গ্রেফতার), পিতা: মো: বিল্লাল, মাতা: মোসা: খোদেজা বেগম, স্ত্রী: জান্নাতুল ফেরদাউস, সাং: বালুচরা বখতিয়ার রোড, আফসারের কলোনী, থানা: বায়েজিদ বোস্তামি, জেলা: চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা: দেবপাড়া, শাহরাস্তি, চাঁদপুর।
আসামী - (০২) মো: সুমন (পলাতক), চিকনদন্ডি, হাটহাজারী, চট্টগ্রাম।