মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো. (উত্তর) কার্যালয়ের অভিযানে ০২/০৯/২০২৪ তারিখ ৫,৭৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বিস্তারিত
Md Mehedi Hasan Khan
Tue, Sep 3, 8:54 PM (21 hours ago)
to me
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো. (উত্তর) কার্যালয়ের অভিযানে ০২/০৯/২০২৪ তারিখ ৫,৭৮০ পিস ইয়াবা সহ টেকনাফের হ্নীলা'র ০১ জনকে গ্রেফতার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব অমর কুমার সেন এর নেতৃত্বে একটি টিম রাত প্রায় ১১:০০ ঘটিকায় ৫,৭৮০ (পাঁচ হাজার সাতশত আশি পিস) পিস ইয়াবা সহ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক, টোল প্লসজার উত্তর পার্শ্বে মার্সা নামীয় যাত্রীবাহী বাসে চিহ্নিত মাদক পাচারকারী আসামী মো: হামিদ হোসেন (২৩) কে গ্রেফতার করা হয়।