০২/১২/২০২৩ তারিখ ১,২৫০ পিস ইয়াবা পাচারকালে গ্রেফতার ০২ জন, মামলা দায়ের:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর একটি টিম সকাল প্রায় ১১:০০ ঘটিকায় চট্টগ্রাম শহরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে এলাকায় হানিফ বাসে কক্সবাজার থেকে পাচারকালে আসামী মো. রাসেল সরকার (২১) কে ৯০০ পিস ইয়াবা এবং মো. সবুজ মিয়া (২৬) কে ৩৫০ পি ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মো: রাসেল সরকার (২১)(গ্রেফতার), পিতা: রুপচান সরকার, মাতা: রাশিদা বেগম, সাং: শুকুন্দি (রুপচান সরকারের বাড়ি), ০৪ নং ওয়ার্ড, সাধার চর ইউনিয়ন পরিষদ, পো: কুমড়াদি, থানা: শিবপুর, জেলা: নরসিংদী।
আসামী- (০২) মো: সবুজ মিয়া (২৬)(গ্রেফতার), পিতা: ফয়জল ইসলাম, মাতা: আম্বিয়া বেগম, সাং: বারঘড়িয়া, ফয়জল ইসলামের বাড়ি, ওয়ার্ড নং-০৭, পো: বীরপাশা, বুধন্তী ইউনিয়ন পরিষদ, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।