১৯/১২/২০২৩ তারিখ ভোরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বসতঘরে অভিযানে ৩২ লিটার মদ সহ গ্রেফতার ০২ জন, মামলা দায়েরঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর একটি টিম রাত প্রায় ০৬ঃ৩০ ঘটিকায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খেজুরতলা রেললাইনের উত্তর পার্শ্বে ব্রাক্ষ্মনপাড়া রাস্তা এলাকায় অভিযানে আসামী মোঃ রিমন (২২) ও মিন্টু দাস (২৬) কে ৩২ লিটার মদ সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মোঃ রিমন (২২)(গ্রেফতার), পিতাঃ মোঃ জাগির হোসেন, মাতাঃ জান্নাতুল ফেরদৌস, স্ত্রীঃ মায়মুনা আক্তার, সাংঃ জমাদার হাট, আমীর আলীর বাপের বাড়ি, পশ্চিম গোমদন্ডী, থানাঃ বোয়ালখালী, জেলাঃ চট্টগ্রাম।
বর্তমান ঠিকানাঃ খেজুরতলা, বাদশা মিয়ার কলোনি, ০৪ নং কক্ষ, ০৫ নং ওয়ার্ড, থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রাম।
আসামী- (০২) মিন্টু দাস (২৬)(গ্রেফতার), পিতাঃ মৃত বাবুল দাস, মাতাঃ মৃত রিনা দাস, স্ত্রীঃ মালতী দাস, সাংঃ খেজুরতলা, ডাক্তারের বাড়ি, ০৫ নং ওয়ার্ড, থানাঃ চান্দগাঁও, জেলাঃ চট্টগ্রাম।